চলতি মে মাসে বঙ্গোপসাগরে একাধিক নিম্নচাপ তৈরি হতে পারে, যার মধ্যে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি সারা দেশজুড়ে বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের আশঙ্কাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক এস এম কামরুল হাসানের স্বাক্ষরিত এক মাস মেয়াদি পূর্বাভাসে এসব তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, এ মাসে দেশের কোথাও কোথাও তাপপ্রবাহ দেখা দিতে পারে, যা মৃদু থেকে তীব্র মাত্রায় হতে পারে।
পূর্বাভাসে আরও জানানো হয়, মে মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে এক বা দুটি নিম্নচাপে পরিণত হয়ে তা ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে। এছাড়া মাঝারি ও তীব্র মাত্রার কালবৈশাখী ঝড় দুই থেকে তিন দিন এবং হালকা মাত্রার ঝড় তিন থেকে পাঁচ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে।
তাপমাত্রা প্রসঙ্গে বলা হয়েছে, দিনের বেলায় তাপমাত্রা স্বাভাবিক থাকবে, তবে রাতে তা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। কোথাও কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়।
পানি প্রবাহ নিয়ে পূর্বাভাসে বলা হয়, দেশের প্রধান নদ-নদীতে সাধারণত স্বাভাবিক প্রবাহ বজায় থাকবে। তবে কিছু অঞ্চলে ভারি বৃষ্টিপাতের কারণে পানি স্তর বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণাঞ্চলে।
একুশে সংবাদ//আ.ট//এ.জে
আপনার মতামত লিখুন :