রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকার বায়ুমান নিয়ে সতর্ক বার্তা দিয়েছে বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়। বাইরে গেলে অবশ্যই মাস্ক পরার পরামর্শ এবং সংবেদনশীল ব্যক্তিদের অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধ করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা অবলম্বনের আহ্বান জানায় মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা ও তার আশপাশের জেলা শহরে বায়ুর গুণগতমান মাঝে মাঝেই অস্বাস্থ্যকর অবস্থা থেকে ঝুঁকিপূর্ণ (AQI> 250) অবস্থায় উপনীত হচ্ছে।
এমতাবস্থায় জনসাধারণকে ঘরের বাইরে অবস্থানকালে মাস্ক পরিধান করা এবং সংবেদনশীল ব্যক্তিদের জরুরি প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে অবস্থান না করার জন্য পরামর্শ দেওয়া হলো।
এদিকে পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইটে বায়ুমানের তথ্য নিয়মিত প্রকাশ করা হচ্ছে। জনগণকে এ তথ্য দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
এ ছাড়া বায়ুদূষণ নিয়ন্ত্রণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে ইটভাটা, শিল্প-কারখানার মালিক এবং সাধারণ মানুষকে কঠিন বর্জ্য পোড়ানো বন্ধ রাখা, নির্মাণস্থলে ছাউনি ও বেষ্টনী স্থাপন করা, নির্মাণসামগ্রী ঢেকে রাখা, নির্মাণসামগ্রী পরিবহনের সময় ট্রাক বা লরি ঢেকে নেওয়া, নির্মাণস্থলের আশপাশে দিনে দুইবার পানি ছিটানো, পুরনো ও ধোঁয়া তৈরি করা যানবাহন রাস্তায় বের না করার অনুরোধ জানানো হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

