ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি প্রায়ই ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন। তার নতুন সম্পর্কের গুঞ্জন এখন আলোচনার কেন্দ্রবিন্দু। এরই মধ্যে তিনি নিজের লুকেও পরিবর্তন এনেছেন—বদলে ফেলেছেন চুলের রঙ।
চিকন লাল পাড়ের হলুদ শাড়িতে মোহনীয় লুকে সামনে এলেন পরীমণি। তার নতুন লুক যেন তাক লাগিয়ে দিল ভক্ত দর্শকদের।
জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরীও ফেসবুকে লিখলেন পরীর নতুন লুক নিয়ে। পরীমণির সঙ্গে সেই লুকে ছবি পোস্ট করেছেন নির্মাতা চয়নিকা।
তিনি লিখেছেন, ‘কাল যখন বললো চুল কালার করবে, হঠাৎ করেই ধাক্কা খেলাম। বললাম,"পুরাটা চুল কালার?"
তার ভাষায়, ‘হাসি দিয়ে বললো, হুম কি হবে? ভয়ে ভয়ে ছিলাম কেমন হবে ব্যাপারটা!!
চয়নিকা আরও জানালেন, ‘কিন্ত কালার করার পর পুরা চেহারাটাই চেঞ্জ আর এত্ত সুন্দর লাগলো!’
সবশেষে শুভকামনা জানালেন তিনি। বললেন, জীবন হোক আনন্দময়। ভালোবাসা অনন্তকাল। অভিনন্দন।
একুশে সংবাদ/স.ট/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

