১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে মুক্তি পেতে যাচ্ছে পরিচালক অরুণ চৌধুরীর প্রযোজিত `জ্বলে জ্বলে তারা` সিনেমা। সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা এফ এস নাঈম এবংঅভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। দীর্ঘ ১৫ বছর পর এফ এস নাঈম বড় পর্দায় ফিরছেন `জলে জ্বলে তারা` সিনেমার মাধ্যমে।
সিনেমায় নাঈম হোসেন মাঝি চরিত্রে অভিনয় করেছেন, যা তার পূর্ববর্তী কাজগুলো থেকে সম্পূর্ণ ভিন্ন। চরিত্রটির জন্য তিনি নিজেকে বিশেষভাবে প্রস্তুত করেছেন, স্থানীয় মানুষের সঙ্গে মিশে আঞ্চলিক ভাষা ও সংস্কৃতি রপ্ত করেছেন।
সম্প্রতি সিনেমাটির প্রথম গান `তোকেই ভালোবাসি` প্রকাশিত হয়েছে, যেখানে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা।
নাঈমের ভাষ্যমতে, এই সিনেমার গল্প মানবিক সম্পর্ক ও রোমান্টিকতায় ভরপুর, যা দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে। তিনি আশা করছেন, দর্শকরা তার ও মিথিলার রসায়ন উপভোগ করবেন।
এছাড়াও, নাঈম তার সংগীত ক্যারিয়ারেও সক্রিয় রয়েছেন। তিনি জানান, আসন্ন ঈদে `ভালোবাসার ঘর` শিরোনামের একটি গান প্রকাশের পরিকল্পনা করছেন, যার কথা, সুর ও সংগীতায়োজন তিনি নিজেই করেছেন।
নাঈমের এই প্রত্যাবর্তন তার ভক্তদের জন্য একটি বিশেষ উপহার হতে যাচ্ছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :