দক্ষিণের সিনেমার চেয়ে এখন বলিউড সিনেমা নিয়ে বেশি ব্যস্ত ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। রণবীর কাপুর, সিদ্ধার্থ মালহোত্রার পর এবার সালমান খানের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। সিনেমার নাম ‘সিকান্দার’। এই সিনেমার শুটিং নিয়েই বর্তমানে ব্যস্ত সময় পার করছেন ভারতের এই জাতীয় ক্রাশ।


সম্প্রতি ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলা সিনেমাটি সম্পর্কে একটি তথ্য প্রকাশ করেছেন। যেখানে উল্লেখ করা হয়েছে, সালমান এবং রাশমিকা ‘সিকান্দার’ সিনেমার একটি গানের শুটিং সম্পন্ন করেছেন। যেই গানে তাদের সঙ্গে ২০০শর বেশি ব্যাক ড্যান্সার পারফর্ম করবে। আইটেম সং ধাঁচে গানটি শুট করা হয়েছে। বলিউড ভাইজানের সঙ্গে সেখানে অন্যরকম এক রাশমিকাকে দেখবে দর্শক। ২০২৫ সালের ঈদে ‘সিকান্দার’ নিয়ে হাজির হচ্ছেন বলিউড ভাইজান সালমান খান। এই সিনেমায় প্রথমবারের মতো তার বিপরীতে কাজ করবেন দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা।


প্রযোজনা প্রতিষ্ঠান নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন সিনেমাটি প্রযোজনা করছে। সিনেমাটি ঘোষণা দেওয়ার সময় এর প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা জানিয়েছিলেন, বলিউড ইতিহাসের অন্যতম বিগ বাজেটের সিনেমা হতে যাচ্ছে এটি, যা পরিচালনা করছেন এ আর মুরুগাদোস। ‘গুডবাই’ সিনেমা দিয়ে বলিউডে পা রেখেছিলেন রাশমিকা। এরপর তাকে দেখা গেছে ‘মিশন মজনু’-তে। তবে সবশেষ ‘অ্যানিমেল’ সিনেমার মাধ্যমে সব রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি।
একুশে সংবাদ/এসএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

