AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ক্রিসমাসে শাহরুখের মুখোমুখি হবেন প্রভাস


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০২:১৭ পিএম, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

ক্রিসমাসে শাহরুখের মুখোমুখি হবেন প্রভাস

বলিউড বাদশা শাহরুখ খানের নতুন সিনেমা ‘জওয়ান’। গত ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী ১০ হাজার পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি। অ্যাটলি কুমার পরিচালিত এ সিনেমা বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে। তৃতীয় সপ্তাহেও এ ধারাবাহিকতা বজায় রয়েছে।

 

শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘ডাঙ্কি’। আগামী ক্রিসমাসে (২২ ডিসেম্বর ২০২৩) এটি মুক্তি পাবে। ক্রিসমাসে সিনেমাটি মুক্তির ঘোষণা আগেই দিয়েছে সংশ্লিষ্টরা। এবার একই দিনে প্রভাসের ‘সালার’ মুক্তির কথা জানা গেলো। ফলে মুখোমুখি হতে যাচ্ছেন প্রভাস-শাহরুখ।

 

বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ ফেসবুক পোস্টে জানিয়েছেন, ‘‘হ্যাঁ, এটি সত্য যে আগামী ক্রিসমাসে শাহরুখের মুখোমুখি হবেন প্রভাস; ‘ডাঙ্কি’ ভার্সেস ‘সালার’। ‘সালার’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান হাম্বল ফিল্মস প্রদর্শকদের একটি মেইলে জানিয়েছেন, এই ক্রিসমাসে (২২ ডিসেম্বর ২০২৩) মুক্তি পাবে ‘সালার’। একই দিনে মুক্তি পাবে শাহরুখ খানের ‘ডাঙ্কি’। এটি মুক্তির তারিখ আগেই ঘোষণা করা হয়েছে।’’


এবারই প্রথম নয়, এর আগেও হাম্বল ফিল্মস শাহরুখের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিল। ২০১৮ সালের ক্রিসমাসে মুক্তি পেয়েছিল শাহরুখের ‘জিরো’ সিনেমা। একই দিনে মুক্তি পেয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান হাম্বল ফিল্মসের ‘কেজিএফ’ সিনেমা।

রাজকুমার হিরানি নির্মাণ করছেন ‘ডাঙ্কি’। প্রথমবার এ সিনেমায় শাহরুখের সঙ্গে কাজ করছেন এই নির্মাতা। সিনেমাটিতে আরো অভিনয় করছেন— তাপসী পান্নু, দিয়া মির্জা, বোমান ইরানি, ভিকি কৌশল প্রমুখ।


অন্যদিকে ‘সালার’ নির্মাণ করছেন ‘কেজিএফ’খ্যাত নির্মাতা প্রশান্ত নীল। প্রভাস ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন শ্রুতি হাসান, পৃথ্বীরাজ সুকুমারন, জগপতি বাবু, তিনু আনন্দ প্রমুখ।

 

একুশে সংবাদ/রা.বিডি/না.স

Link copied!