ফের খবরে আমিশা প্যাটেল ও সানি দেওলের ছবি ‘গদর টু’। তবে এবার আমিশা প্যাটেলের জন্য নয়, বরং এই ছবির আরেক অভিনেত্রী সিমরত কৌরের সঙ্গমের ভিডিও নেটপাড়ায় ছড়িয়ে পড়ায় হইচই পড়ে গেছে।
‘গদর ২’ এর হাত ধরেই বড় ছবিতে ব্রেক পাচ্ছেন সিমরত। সেই সিমরতেরই অন্তরঙ্গ ভিডিও হঠাৎ করেই ফাঁস হল নেটদুনিয়ায়। অনেকে মনে করছেন এই দৃশ্য আদপে গদর টু ছবির।

তবে এই ঘটনায় খোদ সিমরত মুখ না খুললেও, প্রতিবাদ করেছেন অভিনেত্রী আমিশা প্যাটেল। আমিশা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, সিমরতের সঙ্গে যে ঘটনা ঘটেছে তা একেবারেই উচিত হয়নি। তবে প্লিজ সিমরতকে নিয়ে নেগেটিভিটি ছড়ানো বন্ধ হোক। নতুন প্রতিভাদের পাশে থাকুন।
১১ আগস্ট সিনেমা হলে মুক্তি পাবে ‘গদর ২’। ছবির টিজারও প্রকাশ্যে এসেছে। এতদিন পর ছবির প্রযোজক-পরিচালক অনিল শর্মার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন নায়িকা আমিশা প্যাটেল।
একুশে সংবাদ/এপি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

