AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৭ মে, ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডিভোর্স হচ্ছে কী দীপিকা-রণবীরের?


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৬:৫২ পিএম, ১০ জুলাই, ২০২৩

ডিভোর্স হচ্ছে কী দীপিকা-রণবীরের?

অনেকদিন থেকেই বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন আর রণবীর সিং এর সংসার ভাঙার গুঞ্জণ চলছে সিনেমা পাড়ায়।  শোনা যাচ্ছে বিয়ের বয়স পাঁচ বছর না পেরোতেই এই পাওয়ার কাপলের মধ্যে বনিবনা হচ্ছে না। তারা নাকি আলাদা হওয়ার সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন। তবে সম্প্রতি সব গুঞ্জণে পানি ঢেলে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজনের ছবি পোস্ট করে জানান দিলেন যে তারা সুখেই আছেন।


হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার বলিউড অভিনেতা রণবীর সিং এর জন্দদিন উপলক্ষে পুরো বলিউড রণবীরকে শুভেচ্ছা জানালেও, দীপিকার মৌনতা কারও চোখ এড়ায়নি। এসময় রণবীরের ভক্তদের আলোচনায় ডিভোর্সের গুঞ্জনও শোনা যায়। তারপরই মিথ্যা গুজবকে উড়িয়ে দিতে প্রথমে দীপিকা ইনস্টাগ্রামে রণবীরের নতুন ছবি শেয়ার করে লিখেছেন, ‘হেল ইয়া’। সাধারণত উচ্ছ্বাস বা আনন্দ প্রকাশ করতেই এই শব্দ ব্যবহার করা হয়।


এদিকে রণবীরও কিছু কম যান না। তিনিও ইনস্টা স্টোরিতে বউ-এর সঙ্গে একটি সাদা কালো ছবি শেয়ার করেছেন। যেখানে জাহাজের মধ্যে রয়েছেন দুজন। মুখ বাইরে বের করে রেখেছেন সমুদ্রের হাওয়া খেতে। দীপিকার চোখ বন্ধ। ক্যামেরার থেকে দূরে তাকানো। পাশে থাকা রণবীরের মুখে হাসি, পোজ দিয়েছেন ক্যামেরায়। এই ছবি শেয়ার করে রণবীর লিখেছেন, ‘জন্মদিনের শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ’।


৬ বছর প্রেম করার পর ২০১৮ সালে ইতালির লেক কোমোতে বিয়ে করেন দীপিকা-রণবীর। ‘ফাইন্ডিং ফ্যানি’, ‘রাম-লীলা’, ‘বাজিরাও মস্তানি’, ‘পদ্মাবত’ এবং ‘৮৩’-এর মতো বেশ কয়েকটি সিনেমায় একসঙ্গে কাজ করেছেন তারা। দিন দুই আগেই প্রোজেক্ট কে-র টিজার পোস্টার শেয়ার করেছেন দীপিকা। এছাড়াও তার হাতে রয়েছে ফাইটার। আর রণবীরকে দেখা যাবে রকি অউর রানি কি প্রেম কাহানিতে আলিয়া ভাটের বিপরীতে। যা ২৮ জুলাই মুক্তি পাচ্ছে করন জোহরের পরিচালিত এই সিনেমা।

 

একুশে সংবাদ/এপি

Shwapno
Link copied!