AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিজের বিয়ের সময় জানালেন দিঘি


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৮:২৯ পিএম, ৩ জুন, ২০২৩

নিজের বিয়ের সময় জানালেন দিঘি

তরুণ প্রজন্মের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। বিভিন্ন ইস্যুতে আলোচনার কেন্দ্রে থাকেন তিনি। তার প্রেম-বিয়ে নিয়ে জানতে অনুরাগীদের আগ্রহের কমতি নেই। তবে আপাতত বিয়ে নিয়ে ভাবছেন না এ অভিনেত্রী।

 

এ প্রসঙ্গে দীঘি গণমাধ্যমে জানান, ‘আরও ৫-৭ বছর পর বিয়ের কথা ভাবব। তখন এ বিষয়ে জানাতে পারব।’

 

কাজের ব্যস্ততার মাঝেও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দেখা মেলে দীঘির। গত শুক্রবার (২ জুন) রাতে রাজধানীর গুলশানের একটি কনভেনশন হলে সংগীতশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী ও মডেল-অভিনেতা আরেফিন জিলানী সাকিবের বিয়ের অনুষ্ঠানে হাজির হন তিনি।

 

এ সময় দীঘি জানান, অনেকদিন পর কোনো বিয়ের দাওয়াতে এসেছি। অনেকের সঙ্গেই দেখা হলো, বেশ ভালো লাগছে। নবদম্পতির জন্য অনেক অনেক শুভকামনা।

 

তিনি যোগ করেন, সাধারণত বিয়েতে একটু সাজগোজ করতে হয়। সবসময় শুটিংয়ের জন্য সাজি, আজ একান্ত নিজের জন্যই সেজেছি। তবে বউ সাজাটা বেশ আনন্দের। যেভাবেই বউ সাজানো হোক না কেন, কেউ যদি সেজে বলে আমি বউ- এটা বললেই মনে হয় সুন্দর লাগে।

 

ঐশী-জিলানী দুজনের সঙ্গেই সুসম্পর্ক রয়েছে দীঘির। তাদের বিয়েতে তিনি কোন পক্ষের, সেটি জানতে চাইলে নায়িকার ভাষ্য, আমি দুই পক্ষেই ফিফটি ফিফটি। যেদিকে সুবিধাপার্টি দেখব, সেদিকেই দাঁড়াব। কোনোদিন শালি হব, কোনোদিন ননদ- বলেই হেসে দেন দীঘি।

 

একুশে সংবাদ/এপি

Shwapno
Link copied!