AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১১ মে, ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজনৈতিক নেতাকে বিয়ে করছেন পরিণীতি


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৮:৫০ পিএম, ৩১ মার্চ, ২০২৩

রাজনৈতিক নেতাকে বিয়ে করছেন পরিণীতি

আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা এমপির সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড তারকা পরিণীতি চোপড়া। পরিণীতির এক ঘনিষ্ঠ বন্ধু এ তথ্য নিশ্চিত করেছেন।

 

সম্প্রতি পরিণীতি আর রাঘবের প্রেম আর বিয়ের খবর চাউর হয়। কিন্তু এ ব্যাপারে তারা দুজনেই চুপ ছিলেন। তারা প্রেমকে আড়াল করার চেষ্টা করলেও পাঞ্জাবি গায়ক তথা অভিনেতা হার্ডি সান্ধু পরিণীতা ও রাঘবের সম্পর্কের বিষয়টি সামনে আনলেন। শুধু তাই নয়, দুজনের চার হাত শিগগিরই যে এক হতে চলেছে সে আভাসও দিয়েছেন হার্ডি।  

 

সম্প্রতি হার্ডি এক সাক্ষাৎকারে পরিণীতির বিয়ের প্রসঙ্গে বলেছেন, আমি খুব খুশি যে শেষমেশ ব্যাপারটা ঘটছে। আমি পরিণীতিকে শুভেচ্ছা জানাচ্ছি। সবকিছু ভালোভাবে মিটে যাক।

 

২০২২ সালের স্পাই থ্রিলারধর্মী ছবি ‘কোড নেম: তিরঙ্গা’-তে হার্ডি আর পরিণীতি জুটি বেঁধে ছিলেন। ওই সময় ছবির সেটে তারা দুজনে বিয়ে নিয়ে নানা কথাবার্তা বলতেন বলে জানিয়েছেন হার্ডি।

 

‘পরিণীতি আর আমি বিয়ে নিয়ে অনেক কথা তখন বলেছি। পরিণীতি বলেছিল যে সে মনের মানুষের অপেক্ষায় আছে। সে তখনই বিয়ে করবে, যখন সঠিক মানুষটিকে খুঁজে পেয়েছে-এমন অনুভব অন্তর থেকে করবে।’

 

পরিণীতি আর রাঘবের বিয়ের গুঞ্জন আরও নিশ্চিত হয় হার্ডির এক বক্তব্যে। তিনি বলেন, আমি পরিণীতিকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছি।

 

এর আগে মঙ্গলবার আম আদমি পার্টির নেতা সঞ্জীব অরোরা টুইট করে পরিণীতি ও রাঘবকে শুভেচ্ছা জানান।  এরপর শুরু হয় নতুন জল্পনা, সবাই প্রায় ধরেই বসেন পরিণীতি-রাঘবের বাগদান সারা। বাকি চার হাত এক হওয়া।

 

পরিণীতি তার ভাইয়ের সঙ্গে গতকাল বৃহস্পতিবার দিল্লিতে গেছেন। রাঘব চাড্ডা দিল্লি বিমানবন্দরে এসেছিলেন পরিণীতিকে নিতে।

 

শোনা যাচ্ছে, দুই পরিবারে বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। তার আগে পরিণীতি আর রাঘবের ‘রোকা’ অনুষ্ঠান সম্পন্ন হবে।

 

একুশে সংবাদ/এসএপি

Shwapno
Link copied!