AB Bank
ঢাকা শুক্রবার, ০২ জুন, ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

‘সাজিদ যৌনাঙ্গ দেখিয়েছিল, বিগ বস থেকে বাদ দিন!


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৫:১৯ পিএম, ১৩ অক্টোবর, ২০২২
‘সাজিদ যৌনাঙ্গ দেখিয়েছিল, বিগ বস থেকে বাদ দিন!

বিগ বসের নতুন সিজনে সাজিদ খানের উপস্থিতি নিয়ে বিতর্কের শেষ নয়। সাজিদের বিরুদ্ধে জমা পড়ছে একের পর এক অভিযোগ। এবার সাজিদের বিরুদ্ধে মুখ খুললেন বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়া। তবে তিনি শুধু মুখ খুললেনই নয়, বিগ বসের সঞ্চালক সলমন খানকে একহাত নিলেনও।

 

পয়লা অক্টোবর থেকে শুরু হয়েছে ‘বিগ বস’ শোয়ের নতুন মরশুম। সঞ্চালনার দায়িত্ব বলিউডের সুলতান সলমন খান। এই শোয়েই প্রতিযোগী হিসেবে এসেছেন ফারহা খানের ভাই তথা বলিউডের এক সময়ের নামকরা পরিচালক সাজিদ খান। তাতেই বিতর্ক দানা বেঁধেছে। ‘মি টু’ আন্দোলনের সময় ব়্যাচেল হোয়াইট, করিশ্মা উপাধ্যায়, সিমরন সুরি ও সলোনি চোপড়ার মতো একাধিক অভিনেত্রী সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন। এই কাণ্ডের রেশ বহুদূর গড়ায়।

 

অভিনেত্রীদের অভিযোগের ভিত্তিতে একটি ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি গঠন করেছিল। সাজিদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের তদন্ত করে কমিটি। পরে তাঁকে এক বছরের জন্য নির্বাসিত করা হয়। এক তথ্যচিত্রে সাক্ষাৎকার দিতে গিয়ে করিশ্মা জানান, জিয়া খানকে নাকি টপ ও ব্রা খুলতে বলেছিলেন সাজিদ। সেই ব্যক্তিকেই বিগ বসে আমন্ত্রণ জানানোয় ক্ষেপে গেলেন শার্লিন চোপড়া।

 

এক সংবাদমাধ্যমে শার্লিন জানিয়েছেন, ”সাজিদ খান আমাকে তাঁর যৌনাঙ্গ প্রর্দশন করিয়ে ছিল। বলেছিল রেটিং দিতে। এবার আমি বিগ বসের অন্দরে ঢুকে ওকে রেটিং দিতে চাই। ” এখানেই থামলেন না শার্লিন। স্পষ্ট তিনি জানালেন, ”এরকম একটা মানুষকে কীভাবে আপনি সমর্থন করতে পারেন। এরকম মানুষ কোনওভাবেই বিগ বসে জায়গা করতে পারে না। ”

একুশে সংবাদ/ স.প্র/ রখ