AB Bank
ঢাকা সোমবার, ২৭ মে, ২০২৪, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

সরি হৃত্বিক তোমার ব্রা আমার জন্য খুব টাইট ছিল!‍‍`


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৬:২৪ পিএম, ২১ সেপ্টেম্বর, ২০২২
সরি হৃত্বিক তোমার ব্রা আমার জন্য খুব টাইট ছিল!‍‍`

নামী ই-কমার্স সাইট (Myntra) থেকে নামী ব্র্যান্ডের অন্তর্বা সর্বা অর্ডা র করেছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র কিন্তু দুর্ভা গ্য। সেটা বেজায় টাইট। তাই বাধ্য হয়ে ফেরত দিতে হল। ব্র্যান্ড আবার যেমন তেমন নয়। বলিউড সুপারস্টার হৃত্বিক রোশনের নিজের ব্র্যান্ড HRX থেকে সেই অন্তর্বা সর্বা টি অর্ডা র করেন। যা নিয়ে সোশাল মিডিয়ায় একটি মজার পোস্ট পোস্ট শেয়ার করেন অভিনেত্রী। যা এই মুহূর্তেহূ র্তেভাইরাল।

 

সোজা কথা সোজাভাবে বলতে শ্রীলেখা মিত্রর জুড়িজু মেলা ভার। রাজনৈতিক হোক বা বিনোদন, সব ক্ষেত্রে খুব স্পষ্ট মতামত ব্যক্ত করেন তিনি। ঠোঁটঠোঁকাটা হিসাবে সুনাম, দুর্না মর্না দুইই আছে। নিন্দুকেন্দু রা দুর্না মইর্না করেন সাধারণত। তবে নিজের অবস্থান থেকে কখনও সরে যান না শ্রীলেখা। আপাতত সিনেমা পরিচালনা নিয়ে ব্যস্ত রয়েছেন। সম্প্রতি এবং ছাদ ছবির জন্য বেশ কয়েকটি পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।

গত পরশু সোশাল মিডিয়ায় একটি পোস্টে শ্রীলেখা লেখেন, ‍‍`Sorry Hrithik Roshan your bra was too tight for me. Wow so many shares cool...but do u posses a cool sense of humour too?‍‍` যার বাংলা তর্জমা র্জ করলে দাঁড়া দাঁ য়, ‍‍`খুব দুঃ খিত হৃত্বিক রোশন, তোমার ব্রা আমার পক্ষে খুব টাইট ছিল। বাহ্ পোস্ট প্রচুর শেয়ার হচ্ছে দেখতে পাচ্ছি... কিন্তু আপনাদের সেন্স অফ হিউমরটিও যথেষ্ট কুল তো?‍‍` পোস্টের সঙ্গে সেটি ফেরত দেওয়ার একটি মেসেজের স্ক্রিনশটও শেয়ার করেন শ্রীলেখা।

 

নেটিজেনরাও অভিনেত্রীর এই কাণ্ডে বেশ মজাই পেয়েছেন। একজন নেটাগরিক যেমন শ্রীলেখার পোস্টে কমেন্ট করেছেন, ‘ম্যাডাম একটু লেগ ডাস্ট (পায়ের ধুলো) পাওয়া যাবে?’ আর একজন লিখেছেন, ‘এটা সেরা।’ অন্য আর একজন লিখেছেন, ‍‍`বেচারা হৃত্বিক রোশনের কপালই খারাপ।‍‍` মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই নেটদুনিয়ায় একেবারে ভাইরাল হয়ে গিয়েছেন টলি অভিনেত্রীর এই পোস

 

একুশে সংবাদ.কম/জা.হা

Link copied!