AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘মেয়েদের চেয়ে ছেলেরা কম আবেগপ্রবণ, তা মানি না’


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০২:০৬ পিএম, ১৩ সেপ্টেম্বর, ২০২২
‘মেয়েদের চেয়ে ছেলেরা কম আবেগপ্রবণ, তা মানি না’

নারী-পুরুষের চিরাচরিত সংজ্ঞায় আপত্তি রয়েছে অভিনেতা জিম সর্ভের। বরং সমাজের দেগে দেওয়া লিঙ্গপরিচয়ের ঊর্ধ্বে নিজেকে সম্পূর্ণ মানুষ হিসাবেই ভাবতেই পছন্দ করেন তিনি। জিমের মতে, বেশির ভাগ মানুষ পুরুষালি বা মেয়েলি— এমন কোনও একটি খাঁচায় নিজেদের পুরে ফেলেন। তবে তিনি যে, সব সময় সেই সংজ্ঞা মেনে পুরুষালি আচরণ করেন, তেমন নয়।

 

 

অন্য দিকে, মেয়েদের চেয়ে পুরুষেরা যে কম অবেগপ্রবণ বলে সমাজের গতেবাধা ধারণা রয়েছে, তার বাইরে নিজেকে অনায়াসে ফেলে দিতে পারেন জিম। এমনকি, আধুনিক পুরুষের সংজ্ঞা খুঁজতে বসলে তাঁর আচরণ যে অনেকটা মেয়েলি পুরুষের মতো হয়ে যায়, তা-ও মনে করেন তিনি। জিমের মতে, আধুনিক পুরুষের সংজ্ঞায় বদল আনা প্রয়োজন।

 

সংবাদমাধ্যমের কাছে জিম বলেছেন, ‘‘(নারী বা পুরুষ) দুই বিচ্ছিন্ন গোত্রের বাইরে আরও এগিয়ে যাওয়া উচিত আমাদের। তার বদলে জীবনের বিভিন্নতা এবং বৈচিত্র উদ্‌যাপন করা ও মেনে নেওয়া উচিত। আত্মবিশ্বাসে ভরপুর, যত্নশীল, বিশ্বস্ত এবং নরম মনের মানুষ হওয়ার চেষ্টা করা পুরুষত্বের লক্ষ্য হওয়া উচিত। এমন মানুষ যিনি দুঃখপ্রকাশ করতে পারেন, যিনি জানেন, কখন সত্যের পক্ষে দাঁড়ানো যায়। আমি বিশ্বাস করি না যে, ছেলেরা মেয়েদের চেয়ে কম আবেগপ্রবণ। লিঙ্গপরিচয় দিয়ে আবেগকে বাঁধা যায় না।’’

 

জিমের মতে, সমাজের ছকেবাঁধা নারী বা পুরুষের সংজ্ঞা না মানলেও চলবে। এর পরেই তাঁর সাফ মন্তব্য, ‘‘আমার সব সময়ই মনে হয় যে, সম্পর্কের ক্ষেত্রে আমি অনেকটা মেয়েলি পুরুষ। এবং প্রয়োজনে নিজের আবেগ প্রকাশ করতে কখনও পিছুপা হই না।’’

একুশে সংবাদ/ আ.বা/ রখ

Link copied!