AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বধূ বেশে মালাইকা!


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১২:২২ পিএম, ১১ অক্টোবর, ২০২১

বধূ বেশে মালাইকা!

‘অন্নু'স ক্রিয়েশন’-র শো-স্টপার হিসেবে বধূ বেশে দেখা মিলল সুপারমডেল মালাইকা আরোরাকে। 

ডিজাইনার অন্নু পাটেলের ডিজাইনে লাল লেহেঙ্গায় ঠিক যেন বিয়ের কনে! দেখে চোখ ফেরানোই দায়।

নিজের ইনস্টাগ্রামে মালাইকা সেদিনের ফ্যাশন শো-র পোশাকের ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, মাথায় থাকা ওড়না উঠিয়ে ক্যামেরার দিকে তাকাচ্ছেন। লালের ওপর ঘন এমব্রয়ডারি কাজ করা লেহেঙ্গা মালাইকা বেছে নিয়েছেন নিজের জন্য। গলায় চোকার, মাথায় মাথা-পট্টির সঙ্গে মাঙ্গটিকা। মাল্লার অনুরাগীরা কনের বেশে মালাইকাকে দেখে নিজেদের উৎসাহ ধরে রাখতে পারেননি! গান বেঁধেছেন, ‘মুঝে অর্জুন কে ঘর জানা হ্যায়’।

এমটিভির মডেল হান্ট শো ‘সুপার মডেল’র বিচারকের আসনে দেখা যাচ্ছে মালাইকাকে। সেখানেই মিলিন্দর প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছিলেন, তাকে সবচেয়ে ভালো বুঝতে পারে অর্জুন। সে কি চায়, কীসে রাগ হয়, কিসে মন ভালো হয়—তা অর্জুনের থেকে ভালো কেউ বোঝে না। একই সঙ্গে ‘অর্জুনকে ভালোবাসেন কি না’ প্রশ্নের উত্তরে মালাইকা জানান, ‘তুমি অমর প্রেমে বিশ্বাস করো? ফরেভার লাভ? তাহলে বলবো হ্যাঁ ভালোবাসি।’

অক্টোবর মানেই বলিউড সেজে ওঠে ল্যাকমে ফ্যাশন উইকের জন্য। র‌্যাম্পে শো-স্টপার হিসেবে উপস্থিত হওয়া প্রত্যেক তারকার জন্যই বেশ গৌরবের ব্যাপার। 

একুশে সংবাদ/আরিফ

Link copied!