AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১১ মে, ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এবার ‍‍`মানিকে মাগে হিতে‍‍` গেয়ে ভাইরাল রানু মণ্ডল


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৬:২৩ পিএম, ৩০ সেপ্টেম্বর, ২০২১

এবার ‍‍`মানিকে মাগে হিতে‍‍` গেয়ে ভাইরাল রানু মণ্ডল

আবারো ভাইরাল পশ্চিমবঙ্গের রানাঘাটের রেলষ্টেশনের সেই রানু মণ্ডল। আর এবার তিনি ভাইরাল, ইওহানি ডি'সিলভার মানিকে মাগে হিতে গানটি গেয়ে। 

ইউটিউবে উঠে আসা ভিডিয়োতে রানু মণ্ডলকে দেখা যাচ্ছে লাল টি-শার্টে। যেখানে ইওহানি ডি'সিলভার সংহলী গান 'মানিকে মাগে হিতে'র উচ্চারণ নকল করে দিব্যি হাসতে হাসতে গান গাইছেন তিনি। যিনি ভিডিয়ো বানাচ্ছিলেন, সেই ইউটিউবারও শেষে প্রশংসা না করে পারলেন না, বললেন 'অসাধারণ, অসাধারণ'। শুনে হেসে ফেললেন রানু। ইতিমধ্যেই এই ভিডি ৭৫ হাজারেরও বেশি মানুষ দেখে ফেলেছেন। লাইক করেছেন ২.৪ হাজার মানুষ। অনেকেই কমেন্ট বক্সে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

২০১৯সালে রাণাঘাট স্টেশনে প্রথম রানু মণ্ডলের খোঁজ মেলে। এক ইঞ্জিনিয়র রানুর গানও  'এক পেয়ার কা নাগমা হ্যায়' গানটি ভিডিয়ো করে ফেসবুকে পোস্ট করেছিলেন। সেই ভিডিয়ো ভাইরাল হতেই চর্চায় উঠে আসেন রানু।

এরপর মুম্বইয়ের এক গানের অনুষ্ঠানে ডেকে পাঠানো হয় তাঁকে। গান শুনে, সুরকার, হিমেশ রেশমিয়া রানুকে দিয়ে 'হ্যারি হার্ডি অ্যান্ড হীর' ছবিতে 'তেরি মেরি কাহানি' গানটি গাওয়ান। যা নিয়ে বেশ চর্চা চলে। 

উল্লেখ্য,  ২০১৯ সালে লতা মঙ্গেশকরের বিখ্যাত 'এক পেয়ার কা নাগমা হ্যায়' গেয়ে আলোচনায় আসেন রানু মণ্ডল।

একুশে সংবাদ/আরিফ

Shwapno
Link copied!