অনেক দিন হয় দেখা নেই দেশের কৌতুক অভিনেতা প্রিয় হারুন কিসিঞ্জারের।সবশেষ এ অভিনেতাকে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমাতে দেখা যায়। সেটি এখনো মুক্তি পায়নি। মজার মজার সব কৌতুক দিয়ে দেশ মাতিয়েছেন তিনি।
দীর্ঘ বিরতি কাটিয়ে ফের চলচ্চিত্রে ফিরলেন হারুন কিসিঞ্জার। বিএফডিসিতে গত ২০ মে ‘প্রেম প্রীতির বন্ধন’ ছবির শুটিংয়ে অংশ নেন তিনি।
নতুন এ সিনেমায় পুলিশের ওসি চরিত্রে অভিনয় করছেন হারুন কিসিঞ্জার। এখানে তার সঙ্গে মিশা সওদাগরসহ আরও অনেককেই দেখা যাবে।
একুশে সংবাদ/তাশা
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                             
                                            
