ফের বলিউডের জনপ্রিয় তারকা কুইন কঙ্গনা রনৌতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
গ্রেফতারি পরোয়ানা জারি করলো আন্ধেরির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট।
জানা গেছে, কিছুদিন আগে কঙ্গনা রনৌতের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন জাভেদ আখতার। সেই মামলায় সমন জারি করা সত্ত্বেও আদালতে হাজির হননি ৩৩ বছর বয়সী এই তারকা। সে কারণেই জামিন যোগ্য এই পরোয়ানা জারি করা হয়েছে।
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বিভিন্ন তথ্য জানিয়েছেন কঙ্গনার আইনজীবী।
তিনি জানিয়েছেন, তারা উচ্চতর আদালতের দ্বারস্থ হবেন । ২৬ মার্চ মামলার পরবর্তী দিন হিসেবে ধার্য করা হয়েছে।



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

