AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশ-ভারতের কাঁটাতারের গল্পে নির্মাণ হচ্ছে চলচ্চিত্র, থাকছেন পায়েল


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১২:১৮ পিএম, ২ অক্টোবর, ২০২০
বাংলাদেশ-ভারতের কাঁটাতারের গল্পে নির্মাণ হচ্ছে চলচ্চিত্র, থাকছেন পায়েল

ভারত-বাংলাদেশের কাঁটাতার নিয়ে গল্পের শেষ নাই। একটি বেড়া আলাদা করেছে দুই দেশ। দুই দেশের মানুষের মধ্যে যেমন আছে বিভিন্ন সম্পর্কের গল্প, তেমনি কাঁটাতার পার করেই চলে বিভিন্ন অপরাধমূলক ঘটনা, এমনকি মানব পাচারের মতো ঘটনাও ঘটে। 'সীমান্ত' পারের অপরাধমূলক ঘটনাকে ভিত্তি করে এবার তৈরি হচ্ছে টালিউডের বাংলা চলচ্চিত্র 'সীমান্ত।'

চলচ্চিত্রটি নির্মাণ করবেন পরিচালক সুমন মিত্র। ১ অক্টোবর থেকেই শুরু হয়েছে ছবির শুটিং পর্ব। এর আগে পরিচালক  '৭১ ব্রোকেন লাইনস', 'দশমী'র মতো ছবি নির্মাণ করেছিলেন।

ছবির গল্পে দেখা যাবে ইন্টেলিজেন্স ব্যুরো (IB) একটি স্পেশাল টিম কলকাতা ও সংলগ্ন এলাকায় ঘটে যাওয়া সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ে তদন্ত শুরু করে। তারা অপরাধ জগতের এক মাস্টারমাইন্ডের সম্পর্কে জানতে পারে। মূলত ভারত-বাংলাদেশ সীমান্তকে কেন্দ্র করে কাজ করে এই অপরাধচক্র। এভাবে এগিয়ে যাবে গল্প।
 
IB টিমের একজন অফিসারের ভূমিকায় দেখা যাবে পায়েল সরকারকে। ছবিতে আরও অভিনয় করবেন রণজয় বিষ্ণু, সুদীপ মুখোপাধ্যায়, ঋষিরাজ, আনন্দ চৌধুরী, সোনিয়া রায়, সুশীল শিকারিয়া ও ধ্রুব দেবনাথসহ অনেকে। ছবির সঙ্গীত পরিচালনা করবেন বাপ্পাদিত্য শুভ্র। সূত্র : জি-নিউজ 

Link copied!