AB Bank
ঢাকা শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪, ৩০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের জন্য সুখবর দিলো যুক্তরাষ্ট্র


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৫:২২ পিএম, ১ এপ্রিল, ২০২৪
প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের জন্য সুখবর দিলো যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ফুলব্রাইট বৃত্তির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ফুলব্রাইট ডিস্টিংগুইশড অ্যাওয়ার্ড ইন টিচিং প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল টিচার্স (ফুলব্রাইট ডিএআই) শিরোনামে এ আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী শিক্ষকরা  আগামী ১৪ এপ্রিলের মধ্যে অনলাইনে এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

জানা গেছে, এ বৃত্তির জন্য বাংলাদেশে বসবাসরত নাগরিক হতে হবে। প্রাইমারি অথবা মাধ্যমিক স্তরের পূর্ণ সময়ের ইংরেজি, গণিত, সিভিক এডুকেশন, বিজ্ঞান বা সামাজিক অধ্যয়নের শিক্ষক হতে হবে। শিক্ষাদানে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজিতে কথা বলা এবং লেখার দক্ষতা থাকতে হবে এবং মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সেলের মতো মাইক্রোসফট অফিস স্যুট প্ল্যাটফর্মগুলোর সঙ্গে পরিচিত হতে হবে।

এটি বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের শিক্ষকদের জন্য ক্রেডিটবিহীন পেশাগত বিনিময় কার্যক্রম। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত ফুলব্রাইট ডিএআই-তে আবেদন করা যাবে। ওই দিন বাংলাদেশ সময় ১১টা ৫৯ মিনিটের মধ্য আবেদন করতে হবে আগ্রহী ব্যক্তিদের।

এই বৃত্তি পেলে বাংলাদেশি শিক্ষকেরা ছয় সপ্তাহের জন্য যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নেবেন। এ প্রোগ্রামের আওতায় বৃত্তিপ্রাপ্ত ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে পেশার বিকাশের জন্য একাডেমিক সেমিনারে অংশ নেয়ার সুযোগ পাবেন। স্থানীয় বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে তাদের দক্ষতা পর্যবেক্ষণ ও বিনিময়ের সুযোগ পাবেন।

আবেদনের যোগ্যতা

বাংলাদেশে বসবাসরত নাগরিক হতে হবে।
প্রাইমারি অথবা মাধ্যমিক স্তরের পূর্ণ সময়ের ইংরেজি, গণিত, সিভিক এডুকেশন, বিজ্ঞান বা সামাজিক অধ্যয়নের শিক্ষক হতে হবে।
শিক্ষাদানে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
ইংরেজিতে কথা বলা এবং লেখার দক্ষতা থাকতে হবে।
মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সেলের মতো মাইক্রোসফট অফিস স্যুট প্ল্যাটফর্মগুলোর সঙ্গে পরিচিত হতে হবে।

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন


একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা

 

 

Link copied!