মার্চ মাসের মাঝামাঝি থেকে মাধ্যমিকে পুরোদমে ক্লাস শুরুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
আজ শুক্রবার(৪ মার্চ) বনানীর হোটেল রেনেসাঁয় স্টাডি ইন ইন্ডিয়া: এডুকেশন ফেয়ারের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষামন্ত্রী বলেন, আশা করছি এ মাসের মাঝামাঝি থেকেই মাধ্যমিকে পুরোদমে ক্লাস শুরু করতে পারবো।
শিক্ষামন্ত্রী বলেন, এখন আমরা এর ন্যাশনাল পলিসি করছি। এ মাসের ২৬ তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে এর পলিসিটা দেয়ার কথা। এরজন্য আমাদের অনেক ধরণের প্রস্তুতিও দরকার। ব্লেন্ডেড এডুকেশন সিস্টেম চালু করতে হলে আমাদের সকল ক্লাস রুমকে তৈরি করতে হবে। এবং শিক্ষকদের আরও প্রশিক্ষণ দিতে হবে।
একুশে সংবাদ /এসএম



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

