বাজার নিয়ন্ত্রণে রাখতে নিত্যপণ্যের দাম বেঁধে দিয়েছিল সরকার। কিন্তু ভোক্তা সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। পেঁয়াজ, আলু ও ডিমের দাম বেঁধে দিয়ে নির্দেশনা জারি করে বাণিজ্য মন্ত্রণালয়। তারপরও বাজারে কার্যকর হয়নি সেই দাম। নির্ধারিত দামে এসব পণ্য তো মিলছেই না, বরং উল্টো পাইকারিতে ২-৩ টাকা দাম বাড়ানোর অভিযোগ খুচরা ব্যবসায়ীদের।
ক্রেতাদের অভিযোগ, এর আগেও চিনি ও সয়াবিন তেলের দাম নির্ধারণ করে দেয় সরকার। তবে তা বাজারে কার্যকর হয়নি। সরকারের নজরদারিও ছিল না। এবারও যে বেঁধে দেওয়া দাম কার্যকর হবে না, এমনটাই মনে করেন তারা।
রোববার (১৭ সেপ্টেম্বর) ঢাকার বিভিন্ন পাড়া-মহল্লার মুদি ও সবজির দোকান এবং স্থানীয় বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে। সরকার নির্ধারিত ৬৪ দামের পেঁয়াজ খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯৫ টাকায়।
আলু বিক্রি হচ্ছে প্রতিকেজি ৪৫ থেকে ৫০ টাকায় এবং ১৩ টাকা বিক্রি হচ্ছে প্রতিটি ডিম। প্রতিকেজি আলু ৩৫ থেকে ৩৬ টাকা ও ডিম প্রতি পিস ১২ টাকা দাম নির্ধারণ করে দেয় সরকার।
একুশে সংবাদ/আ.ভ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :