দ্রব্য মূল্যের উর্দ্ধগতিতে ৪০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান, নবম বেতন কমিশন গঠন সহ ৫ দফা দাবীতে সংবাদ সম্মেলন।
আজ ( ৩০ অক্টোবর ) দ্রব্য মূল্যের উর্দ্ধগতিতে ৪০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান, নবম বেতন কমিশন গঠন সহ ৫ দফা দাবীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলন এর আয়োজন করে বৃহত্তম গন কর্মচারী সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ।
বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ এর সভাপতি মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ, অতিরিক্ত মহাসচিব বদরুল আলম সবুজ, রোকুনুজ্জামান, বেলাল হোসেন, কার্যকরী সভাপতি সৈয়দ সারোয়ার হোসেন, এস এম শফিকুর রহমান রাজু, সহ-সভাপতি এম এ আউয়াল, মোঃমানিক মিয়া, মোঃ রফিকুল আলম, যুগ্ম-মহাসচিব নজরুল ইসলাম, মোঃ নাছির উদ্দিন সহ সারা বাংলাদেশের সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ এর নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন, গনপূর্ত কর্মচারী ইউনিয়ন, বিপিডিসি, জাতীয় ক্রিয়া পরিষদ, ডিপিডিসি, জাতীয় জাদুঘর, বিএডিসি, গৃহায়ন কতৃপক্ষ, সোনালী ব্যাংক, অগ্রনী ব্যাংক, রাজউক, জীবন বীমা কর্পোরেশন, শিল্পকলা একাডেমী, বাংলা একাডেমী, ঢাকা ওয়াসা, বাংলাদেশ রেলওয়ে ৩য় শ্রেনী কর্মচারী সমিতি, ঢাকা সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি বৃন্দরা।
উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ। এই সময় পাঁচ দফা দাবীতে তিনি বলেন,
১. নবম বেতন কমিশন গঠন, বিদ্যমান বেতন কাঠামোতে ২০ টি গ্রেডকে ১০ টি গ্রেডে রুপান্তর এবং অন্তর্বর্তী অবস্থায়।
২. বার্ষিক ইনক্রিমেন্ট মূল বেতনের ২০ শতাংশ নির্ধারন।
৩. সচিবালয়ের মতো সমকাজে সমমর্যাদা ও পদবী পরিবর্তন ও অভিন্ন নিয়োগবিধি প্রনয়ন।
৪. টাইমস্কেল সিলেকশন গ্রেড পূনর্বহাল, পূর্বের ন্যায় শতবাগ পেনশন প্রদান সহ গ্র্যাচ্যুইটির হার ১ টাকায় ৫০০ টাকা নির্ধারন।
৫. দ্রব্য মূল্যের উর্দ্ধগতির কারনে ন্যায্য মূল্যে মানসম্মত রেশন প্রদান, পাহাড়ী, পর্যটন ও দূর্যোগ ভাতা প্রদান এর দাবী করেন।
একুশে সংবাদ/রাফি/বাবু
আপনার মতামত লিখুন :