AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরকারি চাকুরির নামে অর্থ আত্মসাৎ, চক্রের ৩ জন গ্রেফতার


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৬:৩২ পিএম, ৯ অক্টোবর, ২০২১
সরকারি চাকুরির নামে অর্থ আত্মসাৎ, চক্রের ৩ জন গ্রেফতার

সেনাবাহিনী, এনএসআই, আনসারের চাকুরীতে নিয়ােগের নামে অর্থ আদায়কারী ভূয়া প্রতারক চক্রের ৩ জনকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। সিআইডি পুলিশ জানায়, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র সেনাবাহিনী, এনএসআই, আনসারের চাকুরীতে নিয়ােগের নামে করে অর্থ আদায় করে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে সিআইডি ঢাকা মেট্রো-দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার জিসানুল হকের নেতিত্বে একটি চৌকস টিম গত ৫ অক্টোবর পল্টন এলাকার ৩১/১ শরীফ কমপ্লেক্স ৮ম তলায় EXON Bangla Tours & Travels এর অফিসে অভিযান

পরিচালনা করে প্রতারক চক্রের  ৩ জন সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো  ১) মতিয়ার শেখ (৪৫) পিতা-মােঃ সামসু শেখ,

জেলা- ফরিদপুর ২) আবদুল আওয়াল সিকদার (৫৩) পিতা- মৃত আবদুস সাত্তার সিকদার,

জেলা- ফরিদপুর ৩। রইছ উদ্দিন (৫৬) পিতা- মৃত বক্স সরকার, জেলা- সিরাজগঞ্জ। এই সময় আসামীদের নিকট হতে, সেনাবাহিনীতে নিয়ােগের দুইটি ভূয়া নিয়ােগ পত্রের কপি উদ্ধার করা হয়। আসামীদের জিজ্ঞাসাবাদে ও

তদন্তকালে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীসহ পলাতক আসামীগন সংঘবদ্ধ প্রতারক চক্র তারা দীর্ঘদিন যাবৎ তাদের মূল ব্যবসা EXON Bangla Tours & Travels এর

আড়ালে সেনাবাহিনী, এনএসআই, আনসারের চাকুরী দেয়ার নাম করে, ভূয়া নিয়ােগপত্র সৃজন

করতঃ উহা আসল হিসাবে সরবরাহ করে, প্রতারণার মাধ্যমে গ্রামঞ্চলের সহজ সরল

লােকজনদের প্রতারিত করে অনুমান চল্লিশ লক্ষ টাকা আত্মসাৎ করে। উক্ত ঘটনার বিষয়ে ডিএমপি পল্টন থানায় সূত্রে উল্লেখিত মামলা রুজু হয়। সিআইডি জানায় প্রতারক চক্রের অন্যান্য সদস্য গ্রেফতার ও প্রতারনার টাকা উদ্ধারের চেষ্টায় মামলা তদন্ত অব্যাহত আছে।

Link copied!