নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় অনুমোদন ও ছাড়পত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুটি ইটভাটা ভেঙে দিয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার গোতাশিয়া ইউনিয়নের আকানগর গ্রামের একেএফ এবং চুলা গ্রামের মা ব্রিকসে এই অভিযান চালানো হয়। এসময় মা ব্রিকসের মালিককে দেড় লক্ষ টাকা এবং একেএফ ব্রিকসের মালিককে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী বিচারক মো. সজিব মিয়া ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। এসময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সমর কৃষ্ণ দাস এবং মনোহরদী থানা পুলিশ উপস্থিত ছিলেন।
জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও অনুমোদন ছাড়াই প্রভাব খাটিয়ে ইট তৈরি করে আসছিল একেএফ এবং মা ব্রিকস নামে দুটি ইটভাটা। সোমবার ইটভাটায় অভিযান চালিয়ে এস্কেভেটর দিয়ে ভাটা দুইটিতে ইট পোড়ানো গোল প্রাচীর এবং কাঁচা ইট গুড়িয়ে দেওয়া হয়।
এছাড়া ওই ভাটাগুলোর মালিকদের ইট ভাটার কার্যক্রম পরিচালনা না করতে নির্দেশনা দেওয়া হয়। তারা সে মোতাবেক ভাটা পরিচালনা করবেন না বলে মুচলেকা দেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া বলেন, মনোহরদীতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হচ্ছে। যেসব ইটভাটায় প্রয়োজনীয় কাগজপত্র না থাকবে তা অবৈধ বলে গণ্য করা হবে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/ এমএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

