দেশের সর্ব উত্তরের জনপদ পঞ্চগড়ে শীতের প্রকোপ যেন দিন দিন আরও জমে উঠছে। তেঁতুলিয়ায় টানা পাঁচ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে; তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরেই ঘুরপাক খাচ্ছে বলে জানায় আবহাওয়া অফিস।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৭৭ শতাংশ। দিনের সূর্য ওঠার পর তাপমাত্রা কিছুটা বাড়ায় ২৫ থেকে ২৭ ডিগ্রি পর্যন্ত পৌঁছায়, যার ফলে দুপুরে মিলছে সামান্য উষ্ণতার স্বাদ। কিন্তু সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে আবারও বাড়ছে শীতের তীব্রতা-গরম কাপড় ছাড়া বাইরে বেরোনো দুষ্কর হয়ে উঠছে।
জানা যায়, পঞ্চগড় জেলার জনজীবন রাতের বেলায় এখন পুরোপুরি শীতের দাপটে আচ্ছন্ন। ভোর থেকে সকালের তীব্র হাড় কাঁপানো ঠান্ডা, তার সঙ্গে কুয়াশার দাপটও দেখা যায়। উত্তর-পশ্চিম দিক থেকে নেমে আসা হিমেল বাতাসে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশায় জুবুথুবু অবস্থা বিরাজ করছে।
আবহাওয়া অফিস জানায়, টানা পাঁচ দিন ধরে তেঁতুলিয়ায় প্রায় একই তাপমাত্রা রেকর্ড হয়েছে। গত শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় ১০ দশমিক ৫ ডিগ্রি, রোববার (৭ ডিসেম্বর) ১০ দশমিক ৫ ডিগ্রি, সোমবার (৮ ডিসেম্বর) ১০ দশমিক ৪ ডিগ্রি, মঙ্গলবার (৯ ডিসেম্বর) ১০ দশমিক ৪ ডিগ্রি এবং বুধবার (১০ ডিসেম্বর) পঞ্চম দিনের মতো ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় সময় সংবাদকে জানান, গত পাঁচ দিন ধরে তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন নেই। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও নিচে নামতে পারে। ডিসেম্বরের শেষ দিকে শীত একেবারে জেঁকে বসবে, পাশাপাশি দিনের তাপমাত্রাও ধীরে ধীরে নামবে।
একুশে সংবাদ/ এমএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

