কালীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানগণ, উপজেলা জামায়াতের আমীর হাজী আফতাব উদ্দিন, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মাহমুদুল হাসান, পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহীম প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীসহ অন্যান্যরা।
সভায় উপজেলায় মাদকের ভয়াবহতা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, যানজট নিরসন, পুলিশের সাথে সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও তরুণ যুব সমাজের সম্পর্ক উন্নয়ন, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ তরুণদের খেলাধুলায় মনোনিবেশের গুরুত্ব, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের বিশেষ ভূমিকা এবং কিশোরগ্যাং প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাসহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বারোপ করা হয়।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

