AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঝিনাইগাতিতে ব্র্যাকের একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত



ঝিনাইগাতিতে ব্র্যাকের একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতিতে ব্র্যাক শিক্ষা কর্মসূচির একসেলারেটেড এডুকেশন মডেল (ইএমডিসি) বাস্তবায়নের লক্ষ্যে এক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক শিক্ষা কর্মসূচির আয়োজনে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালেই উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের জেলা সমন্বয়ক ফারহানা মিল্কী।

ব্র্যাক শিক্ষা কর্মসূচির বিভাগীয় ব্যবস্থাপক আমেনা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারহানা পারভীন ও সমাজসেবা অফিসার সানজা হোসাইন সানী প্রমুখ।

সভায় ব্র্যাক শিক্ষা কর্মসূচির ইএমডিসি প্রকল্পের কার্যক্রম নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ব্র্যাকের উপজেলা ব্যবস্থাপক মো. আলফাজ উদ্দিন।

সভায় ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক সৈয়দা জাকিয়া সুলতানা, মো. জাহাঙ্গীর আলম এবং কমিটির সদস্য আব্দুল আলীমসহ অন্যান্য অংশগ্রহণকারীরা বক্তব্য রাখেন।

অভিজ্ঞতা বিনিময়ের অংশ হিসেবে বক্তারা ব্র্যাক শিক্ষা কর্মসূচির চলমান কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন পরামর্শ ও মতামত তুলে ধরেন।

বক্তারা বলেন, কোভিড–১৯ মহামারির কারণে দেশের সকল স্কুল প্রায় ১৮ মাস বন্ধ থাকায় শিক্ষার্থীদের শেখার ঘাটতি বৃদ্ধি পায় এবং ঝরে পড়ার হারও বেড়ে যায়। এ পরিস্থিতিতে যুক্তরাজ্য সরকারের সহযোগিতায় ব্র্যাক শিক্ষা কর্মসূচির ‘ইডুকেট দ্য মোষ্ট ডিসঅ্যাডভান্টেজড চিলড্রেন ইন বাংলাদেশ (ইএমডিসি)’ প্রকল্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত ও ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য একসেলারেটেড শিক্ষা মডেল চালু করা হয়।

১০ মাস মেয়াদি এই মডেলের মধ্যে রয়েছে ৪ মাসের ক্যাচ–আপ কম্পোনেন্ট (ব্রিজ কোর্স) এবং ৬ মাসের নির্দিষ্ট শ্রেণিভিত্তিক শিক্ষা কার্যক্রম। এর মাধ্যমে শিক্ষার্থীদের শেখার ঘাটতি পূরণ করে পুনরায় আনুষ্ঠানিক বিদ্যালয়ে ফিরে যেতে সহায়তা করা হচ্ছে।

বর্তমানে প্রকল্পটির চতুর্থ বছর চলছে। এ পর্যন্ত প্রায় ৪৮,৭৫০ জন শিক্ষার্থী ১,৯৫০টি ব্র্যাক স্কুলে এ মডেলে শিক্ষা সম্পন্ন করেছে। আরও প্রায় ৩০,০০০ শিক্ষার্থী ১,২০০টি স্কুলে পড়াশোনা করছে। পরিকল্পনা অনুযায়ী প্রকল্প শেষে ৫,৯০০টি এক–কক্ষবিশিষ্ট স্কুলের মাধ্যমে মোট ১,৪৭,৫০০ শিক্ষার্থীকে ১০ মাসের একসেলারেটেড মডেলে শিক্ষা দেওয়া হবে।

ব্র্যাক শিক্ষা কর্মসূচির ইএমডিসি প্রকল্পের মাধ্যমে ঝরে পড়া ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শেখার ঘাটতি পূরণ করে পুনরায় মূলধারার শিক্ষায় ফেরানো হচ্ছে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি, ব্র্যাকের ফিল্ড অফিসারসহ প্রকল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন পর্যায়ের অংশগ্রহণকারীরা অংশ নেন। অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও অর্জন নিয়ে মুক্ত আলোচনার মাধ্যমে ভবিষ্যতে আরও কার্যকরভাবে মডেলটি বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!