আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের পক্ষে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের ১নং ওয়ার্ডে (মোচনায়) এ গণসংযোগ কর্মসূচি পরিচালিত হয়। মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান এ প্রচারণায় নেতৃত্ব দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল আলম শফিক, মোঃ আলী মোল্লা, বেলায়েত মাষ্টার, সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম শাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান মাহফুজ, বিএনপি নেতা সৈয়দ লুৎফর রহমান তুষার, উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মনিরুজ্জামান মনির, মোচনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাসুদ শেখ, সাধারণ সম্পাদক সাইদুল শিকদার, সাংগঠনিক সম্পাদক শাহিন মিয়া, মোচনা ইউনিয়ন যুবদলের সভাপতি বাদশাহ শেখ, সাধারণ সম্পাদক ওদুদ শেখ, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি রবিট মুন্সী, সিনিয়র সহ-সভাপতি রবি শেখ, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম খান, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হায়দার শেখ, ৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি স্বপন শেখ, ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি মাসুদ মোল্লা, সাধারণ সম্পাদক শাহমান খান, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন ইসলাম তানভীর এবং মোচনা ইউনিয়ন ছাত্রদলের নেতা নুসান আসলাম মোল্লা।
গণসংযোগে নেতৃবৃন্দ ধানের শীষে ভোট প্রার্থনা করেন এবং সকল নেতাকর্মী ও স্থানীয় ভোটারদের সমর্থন কামনা করেন। এছাড়াও তারা জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নে বিএনপি প্রার্থীর পক্ষ থেকে অঙ্গীকার ব্যক্ত করেন।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

