নওগাঁর নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম পত্নীতলায় কর্মরত বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন, সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রউফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খালিদ সাইফুল্লাহ, পত্নীতলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু তালেব, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ ও সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মাঠপর্যায়ের সরকারি সেবা, চলমান উন্নয়ন প্রকল্প, দাপ্তরিক কার্যক্রমের অগ্রগতি এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন দিক নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

