চালের বস্তায় পাটের মোড়ক ব্যবহার না করার অভিযোগে কোটচাঁদপুরে এক চাল ব্যবসায়িকে জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহেল রানা। মঙ্গলবার দুপুরে তিনি এ জরিমানা করেন।
জানা যায়, কোটচাঁদপুরে দীর্ঘদিন ধরে চালের বস্তার মোড়ক হিসেবে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করা হচ্ছিল। বিষয়টি বহুবার ব্যবসায়ীদের জানানো হলেও তারা পাটের মোড়ক ব্যবহারে উদাসীন ছিলেন। এ অবস্থায় মঙ্গলবার দুপুরে চাল ব্যবসায়ী মৃণাল কুমার ভৌমিককে জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহের পাট উন্নয়ন সহকারী আসাদুজ্জামান এবং কোটচাঁদপুর অফিসের বাবুল আক্তার।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

