চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় তুলা চাষিদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার সন্তোষপুর এলাকার ভাই ভাই কৃষি প্রজেক্টে তুলা উন্নয়ন বোর্ড চুয়াডাঙ্গা জোন এ কর্মসূচির আয়োজন করে।
মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুলা উন্নয়ন বোর্ড চুয়াডাঙ্গা জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ সেন দেবাশীষ। তিনি তুলা চাষে অধিক ফলন পেতে জমির সঠিক পরিচর্যা, সঠিক সময়ে সার প্রয়োগসহ আধুনিক চাষপদ্ধতি অনুসরণের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাই ভাই কৃষি প্রজেক্টের স্বত্বাধিকারী ও কৃষি উদ্যোক্তা জাহিদুল ইসলাম। তিনি বলেন, “আমি ২৫ শতক জমিতে সিবি হাইব্রিড-১ জাতের তুলা চাষ করেছি। এই এলাকার আরও অনেকেই তুলা চাষ করছেন। আজকের মাঠ দিবসে পাওয়া পরামর্শ কাজে লাগাতে পারলে ফলন আরও বাড়বে বলে আমি আশা করি।”
অনুষ্ঠান সঞ্চালনা করেন জীবননগর কটন ইউনিটের অফিসার সাইফুল ইসলাম। সার্বিক সহযোগিতা করেন কটন ইউনিট অফিসের ফিল্ডম্যান নাজমুল ইসলাম ও বদরুজ্জামান।
মাঠ দিবসে স্থানীয় প্রায় ৩০ জন তুলা চাষি অংশ নিয়ে চাষাবাদের বিভিন্ন দিক সম্পর্কে গুরুত্বপূর্ণ পরামর্শ গ্রহণ করেন।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

