পিরোজপুরের কাউখালীতে বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টায় কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে থানা পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। এই মহড়ার মূল উদ্দেশ্য ছিল সারাদেশে নাশকতা পরিকল্পনা এবং বিশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলা করা।
ওসি মোঃ সোলায়মান জানান, দেশের ভিতরে নাশকতা এবং বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ সর্বদা সতর্ক ও ঐক্যবদ্ধভাবে কাজ করছে। তার ধারাবাহিকতায় এই বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। তিনি আরও জানান, গত দুই দিনে বিশেষ অভিযানে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে এবং অভিযান এখনো চলমান।
ওসি আশা প্রকাশ করেন, এই ধরনের মহড়া ও পুলিশের কার্যক্রমের কারণে কাউখালীতে কেউ অপরাধ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে না।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

