নওগাঁর মান্দা উপজেলায় নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ইউএপিইও) হিসেবে যোগদান করেছেন ড. সাবরিনা আনাম। তিনি বুধবার (১২ নভেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে ড. সাবরিনা আনাম নাটোরের বাগাতিপাড়া উপজেলার ইউএপিইও হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং কর্মজীবনের পাশাপাশি সমসাময়িক বিভিন্ন বিষয়ে লেখালেখির সঙ্গে যুক্ত। ইতোমধ্যে তার একাধিক গ্রন্থও প্রকাশিত হয়েছে।
ড. সাবরিনা আনামকে সহকর্মী ও শিক্ষকদের মধ্যে একজন সৃজনশীল ও কার্যনিষ্ঠ কর্মকর্তা হিসেবে পরিচিতি রয়েছে।
অপরদিকে, মান্দার সাবেক ইউএপিইও আবুল বাশার শামসুজ্জামানকে বাগাতিপাড়ায় বদলি করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, সেকশন-২, মিরপুর, ঢাকা’র সহকারী পরিচালক (প্রশাসন-১) মো. সাজ্জাদ হোসেন গত ২৮ অক্টোবর এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেন।
ইতোমধ্যে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকরা নবাগত ইউএপিইও ড. সাবরিনা আনামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

