AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তানোরে ভারি বর্ষণে লাখ লাখ টাকার মাছ ভেসে বিলীন, মৎস্য অফিসে নেই নির্দিষ্ট তালিকা


Ekushey Sangbad
সারোয়ার হোসেন, তানোর, রাজশাহী
০৬:০৮ পিএম, ২ নভেম্বর, ২০২৫

তানোরে ভারি বর্ষণে লাখ লাখ টাকার মাছ ভেসে বিলীন, মৎস্য অফিসে নেই নির্দিষ্ট তালিকা

রাজশাহীর তানোরে হঠাৎ ভারি বর্ষণের কারণে শতশত পুকুর ডুবে লাখ লাখ টাকার মাছ ভেসে গেছে। এতে পুকুর চাষিরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। অনেকেই রাত জেগে পুকুর পাহারা দিচ্ছেন এবং নেট জাল দিয়ে মাছ রক্ষা করার চেষ্টা করছেন।

উদাহরণস্বরূপ, সরনজাই ইউনিয়নের প্রসিদ্ধ মৎস্যচাষি কেতাবুর রহমানের ৯টি পুকুর ডুবে সব মাছ নিঃশেষ হয়েছে। এতে তার ক্ষতি হয়েছে প্রায় ১২ লাখ টাকা। এছাড়া একই ইউনিয়নের চকপাড়া গ্রামের হালিম সরদার, কাঁসার দীঘি গ্রামের তৈয়বুর রহমান ও আন্ধারাইল গ্রামের আব্দুল লতিফের পুকুরের প্রায় ৩০ লাখ টাকার মাছও বর্ষণে ভেসে গেছে।

কেতাবুর রহমান জানান, তিনি একাধিক এনজিও থেকে ঋণ নিয়ে ৯টি পুকুরে মাছ চাষ করেছিলেন। হঠাৎ বর্ষণে মাছগুলো সব নষ্ট হওয়ায় তিনি ঋণের টাকা পরিশোধ করতে পারছেন না এবং ব্যাপক হতাশায় রয়েছেন।

তানোর উপজেলা মৎস্য সহকারী কর্মকর্তা হাজিজুর রহমান বলেন, একদিনের টানা বর্ষণে উপজেলার শতাধিক পুকুর ডুবে গেছে। তবে ক্ষতির সঠিক পরিমাণ এবং পুকুর চাষিদের ক্ষতি নির্দিষ্টভাবে তালিকাভুক্ত করা সম্ভব হয়নি।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!