AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বন বিভাগের পতাকা লাগিয়ে হরিণ শিকারের চেষ্টা, আটক ৭



বন বিভাগের পতাকা লাগিয়ে হরিণ শিকারের চেষ্টা, আটক ৭

সুন্দরবনে ট্রলারে বন বিভাগের পতাকা লাগিয়ে ফাঁদ পেতে হরিণ শিকারের চেষ্টার সময় সাতজন শিকারিকে আটক করেছে বন বিভাগ।

শনিবার (১ নভেম্বর) দিবাগত রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনি টহল ফাঁড়ির হোন্দল এলাকার পার্শ্ববর্তী বনাঞ্চল থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— মনোজ পাল, মজিবুর রহমান, আলী হোসেন, মুসাক আলী মোল্লা, মোজাম্মেল শেখ, খান তামিম ও মল্লিক অহিদ। তাদের মধ্যে একজনের বাড়ি বাগেরহাটের মোংলা উপজেলায় এবং বাকি ছয়জনের বাড়ি রামপাল উপজেলায়।

সুন্দরবনের পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান, শনিবার দিবাগত রাত ১টার দিকে পরিচালিত অভিযানে হরিণ শিকারের ফাঁদ পেতে থাকা অবস্থায় সাতজনকে আটক করা হয়। তারা মানুষের চোখ ফাঁকি দিতে ট্রলারে বন বিভাগের পতাকা লাগিয়ে রেখেছিল।

তিনি আরও জানান, অভিযানে তাদের কাছ থেকে ১০০টি হরিণ শিকারের হাঁটা ফাঁদ, দুটি ট্রলার, বন বিভাগের পতাকা, ২০ মিটার সুইজাল জাল, একটি করাত, ২০টি কনটেইনার, চারটি ডেকচি, দুটি ককসেট, তিনটি ত্রিপল ও দুটি ড্রাম জব্দ করা হয়েছে।

বন কর্মকর্তা বলেন, “আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার (২ নভেম্বর) দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!