“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো নওগাঁর নিয়ামতপুরেও ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম।
এ সময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আব্দুর রহমান বাবু, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, ছাতড়া সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক আব্দুল আলিম এবং বালাহৈর কৃষি উন্নয়ন সমবায় সমিতির পরিচালক আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও কর্মীরা।
অনুষ্ঠানে ছাতড়া সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক আব্দুল আলিম এবং বালাহৈর কৃষি উন্নয়ন সমবায় সমিতির পরিচালক আব্দুল্লাহ আল মামুনসহ ছয়টি ক্যাটাগরিতে ছয়জনকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

