চট্টগ্রামের রাউজান উপজেলায় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। অভিযানকালে উদ্ধার করা হয়েছে ৩টি একনলা বন্দুক, ৬টি ওয়ান শুটার গান, ৫টি চাইনিজ কুড়াল, ১টি তলোয়ার, ৫টি রামদা এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম।
গ্রেপ্তাররা হলো রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকার মৃত খায়েজ আহম্মেদের ছেলে মো. কামাল (৫০) ও মৃত শফিক আহম্মেদের ছেলে মো. সোহেল আহম্মদ (৪৪)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালেই র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. হাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াপাড়া এলাকায় একটি বসতবাড়িতে অস্ত্র মজুদ ও তৈরি করা হচ্ছে এমন তথ্য পেয়েছে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে রাউজান এলাকায় অস্ত্রের কারখানা পরিচালনা করে স্থানীয় জলদস্যু, মাদক ব্যবসায়ী ও ডাকাত দলের সদস্যদের কাছে অস্ত্র সরবরাহ করছিল। র্যাবের দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতার ফলে বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে কামাল উদ্দিনের নামে রাউজান থানায় কমপক্ষে তিনটি মামলা আছে।
র্যাব কর্মকর্তারা বলেন, এলাকাটি দুর্গম হওয়ায় অপরিচিত কাউকে দেখা মাত্রই অস্ত্র তৈরির সিন্ডিকেট সতর্ক হয়ে যেত, তাই তাদের অবস্থান শনাক্ত করা কঠিন ছিল। অভিযান চলমান থাকবে এবং অস্ত্র পাচার ও তৈরিতে জড়িত অন্যদেরও দ্রুত শনাক্ত করা হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

