৪৮ বছরের ইতিহাস, ঐতিহ্য ও অগ্রগতির স্বতন্ত্র নার্সিং প্রশাসন—নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর—বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরের সঙ্গে একীভূত করার চেষ্টা, দেশের অন্যান্য জেলার মতো চুয়াডাঙ্গাতেও মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি রেহেনা পারভিন।
মানববন্ধনে বক্তব্য রাখেন পারুল মন্ডল, নাজমুল হক, রাজিয়া খাতুন, রেবা খাতুনসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন চুয়াডাঙ্গা নার্সেস এসোসিয়েশন (বিএনএ) জেলা শাখার সাধারণ সম্পাদক নাজমিন আক্তার।
একুশে সংবাদ/এ.জে
    
                        

                                        
                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
