AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালিয়াকৈরে “হোপ ফর চিলড্রেন” প্রজেক্টের বিনামূল্যে বীজ ও চারা বিতরণ কার্যক্রম


Ekushey Sangbad
বাপ্পি খৃষ্টদাস, কালিয়াকৈর, গাজীপুর
০৩:৪৯ পিএম, ৩০ অক্টোবর, ২০২৫

কালিয়াকৈরে “হোপ ফর চিলড্রেন” প্রজেক্টের বিনামূল্যে বীজ ও চারা বিতরণ কার্যক্রম

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর ফুটবল মাঠ প্রাঙ্গণে বৃহস্পতিবার সকালে বিলিভার্স ইস্টার্ন চার্চ কর্তৃক পরিচালিত “হোপ ফর চিলড্রেন” প্রজেক্টের উদ্যোগে ১০০ জন নিবন্ধিত শিশুর পরিবার এবং স্থানীয় কমিউনিটির মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকার শাকসবজির বীজ ও চারা বিতরণ করা হয়।

বিতরণকৃত বীজের মধ্যে ছিল লাউ শাক, লাল শাক, পালং শাক ও মিষ্টি কুমড়োর বীজ; পাশাপাশি বেগুন, টমেটো, মরিচ ও পেঁপের চারা প্রদান করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন হোপ ফর চিলড্রেন কালামপুর প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস, এবং সভাপতিত্ব করেন সেন্ট জন বিলিভার্স ইস্টার্ন চার্চ, কালামপুরের ডিকন জয়দেব বর্মন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌরসভার ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও সমাজসেবক মোঃ শাহ আলম হোসেন। বিশেষ অতিথি ছিলেন ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোঃ নুরুজ্জামান জামাল।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “হোপ ফর চিলড্রেন প্রজেক্ট শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিশু ও দরিদ্র পরিবারের পুষ্টি নিশ্চিত করতে বাড়ির আঙিনায় শাকসবজি চাষের জন্য বীজ ও চারা বিতরণ করা হয়েছে। এই উদ্যোগে পরিবারগুলো যেমন পুষ্টি পাবে, তেমনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে।”

প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস বলেন, “কালামপুর প্রজেক্টে ২৪৮ জন নিবন্ধিত শিশু রয়েছে। তাঁদের মধ্যে ১০০ জন শিশুর পরিবার এবং কিছু কমিউনিটি সদস্যদের মাঝে এই বীজ ও চারা বিতরণ করা হয়েছে। আমরা চাই, পরিবারগুলো পতিত জমি বা বাড়ির আঙিনায় সবজি চাষ করে পুষ্টি অর্জনের পাশাপাশি অতিরিক্ত সবজি বিক্রি করে অর্থ উপার্জন করুক।”

বীজ ও চারা গ্রহণকারী উপকারভোগী নিপা পারভিন বলেন, “আমরা খুবই আনন্দিত। হোপ ফর চিলড্রেন প্রজেক্টের দেওয়া এই বীজ ও চারা আমাদের পরিবারের পুষ্টির চাহিদা পূরণে সহায়তা করবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালামপুর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং হোপ ফর চিলড্রেন প্রজেক্টের অন্যান্য স্টাফ সদস্যরা।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!