চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যার দায়ে স্বামী শুকুর আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দ হাবিবুল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত শুকুর আলী আলমডাঙ্গা উপজেলার এনায়েতপুর স্কুলপাড়ার আসান মল্লিকের ছেলে। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন বলে আদালত সূত্রে জানা গেছে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২৭ নভেম্বর আলমডাঙ্গার এনায়েতপুর গ্রামে যৌতুকের দাবিতে স্বামীর বাড়িতে গৃহবধূ লাইলী সুলতানা কুমকুমকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পিতা সামসুল জোয়ার্দ্দার আলমডাঙ্গা থানায় কুমকুমের স্বামী শুকুর আলী, শ্বশুর আসান মল্লিক ও শাশুড়ি সাহেদা খাতুনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ তদন্ত শেষে আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান শুকুর আলীসহ তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার যুক্তিতর্ক ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত শুকুর আলীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন এবং অপর দুই আসামিকে বেকসুর খালাস দেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

