নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে সুপেয় পানি সরবরাহ ও আধুনিক স্যানিটেশন সুবিধা সম্প্রসারণে নানা উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এসব কার্যক্রমের ফলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকার বাসিন্দারা নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত টয়লেট সুবিধা এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনার আওতায় আসছেন।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে, ইউনিয়ন পর্যায়ে সাবমারসিবল পাম্প স্থাপন, বনপাড়া ও বড়াইগ্রাম পৌরসভায় BMWSSP প্রকল্পের আওতায় সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা, পৌরসভার মেইন ড্রেন নির্মাণ, বর্জ্য ব্যবস্থাপনার জন্য FSTP (Faecal Sludge Treatment Plant) স্থাপন এবং অসহায় পরিবারের জন্য হাউজহোল্ড স্যানিটারি টয়লেট সরবরাহ কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। এর মাধ্যমে এলাকায় স্যানিটেশন কভারেজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
এছাড়া নিরাপদ পানির উৎস সংরক্ষণ, কমিউনিটি ভিত্তিক পানি সংরক্ষণ ব্যবস্থা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিতে পৃথক প্রকল্পও বাস্তবায়নাধীন রয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পানিবাহিত রোগ প্রতিরোধে এসব কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সরকারের “সবার জন্য নিরাপদ পানি ও উন্নত স্যানিটেশন” প্রতিশ্রুতি বাস্তবায়নে স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদ ও স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় মাঠপর্যায়ে জনসচেতনতা কার্যক্রম জোরদার করা হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাঠকর্মীরা জনগণের মাঝে হাত ধোয়া, বিশুদ্ধ পানি সংরক্ষণ ও স্বাস্থ্যকর বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে নিয়মিত সচেতনতামূলক প্রচার চালিয়ে যাচ্ছেন।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সৈকত হোসেন বলেন, “বড়াইগ্রাম উপজেলায় সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে আমরা ধারাবাহিক উন্নয়ন কাজ পরিচালনা করছি। সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রতিটি পরিবারকে নিরাপদ পানির আওতায় আনা এবং শতভাগ স্যানিটেশন কভারেজ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”
স্থানীয়রা জানান, এসব উন্নয়নমূলক উদ্যোগের ফলে পূর্বের তুলনায় পানিবাহিত রোগ—বিশেষ করে ডায়রিয়া ও জন্ডিসের হার কমেছে। একই সঙ্গে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা ও পরিচ্ছন্নতার চেতনা বৃদ্ধি পেয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

