AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
এক ব্যক্তির কাছে জিম্মি এলাকাবাসী

শ্রীমঙ্গলে প্রতারণার অভিযোগে চার গ্রামের মানুষের প্রতিবাদ সভা



শ্রীমঙ্গলে প্রতারণার অভিযোগে চার গ্রামের মানুষের প্রতিবাদ সভা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আশিদ্রোন ইউনিয়নের তিতপুর গ্রামের জনৈক আলতাফুর রহমানের বিরুদ্ধে নানা ধরনের প্রতারণার অভিযোগ এনে চার গ্রামের মানুষ একত্র হয়ে প্রতিবাদ সভা করেছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৮টায় পশ্চিম আশিদ্রোন গ্রামের আইয়ুব আলী মার্কেটে তিতপুর, জিলাদপুর, আশিদ্রোন ও খোশবাস গ্রামের উদ্যোগে এ প্রতিবাদ সভা শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলে।

সভায় সভাপতিত্ব করেন আইয়ুব আলী মার্কেট কমিটির সভাপতি হাজী মো. ফুল মিয়া এবং সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন।এসময় বক্তব্য দেন এলাকার বিশিষ্ট মুরব্বি মো. শফিকুর রহমান, ভুক্তভোগী কৃষক সিকান্দর আলী ওরফে ছিকই মিয়া, কৃষক মো. কাদির মিয়া, মো. বশর মিয়া, মো. জুনেদ মিয়া ও মো. নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, আলতাফুর রহমান দীর্ঘদিন ধরে তিতপুরসহ আশপাশের চার গ্রামের ৩৫০–৪০০ জন কৃষকের কাছ থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংগ্রহ করেন।
তিনি কৃষি অফিসে এসব পরিচয়পত্র জমা দিয়ে সার ও বীজসহ সরকারি অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু পরে দেখা যায়—তার মাধ্যমে অনুদানের সব সুবিধা আত্মসাৎ করা হয়েছে।

গ্রামবাসীর দাবি, ওই ব্যক্তি এসব পরিচয়পত্র ব্যবহার করে উপজেলা বিএডিসি অফিসে নতুন সেচ প্রকল্পের আবেদন করেছেন, অথচ গ্রামে ইতোমধ্যে ১২ বছর ধরে দুটি সেচ প্রকল্প চালু আছে।
তিনি বিদ্যমান সেচ প্রকল্পগুলো বন্ধ করে দেওয়ার চেষ্টা করছেন এবং একটি প্রকল্পে মিটার না দেওয়ার জন্য পল্লী বিদ্যুৎ সমিতিতে অভিযোগও করেছেন।

বক্তারা আরও জানান, আলতাফুর রহমান একটি স্কুল প্রতিষ্ঠা করলেও সেখানে কোনো শিক্ষক বা শিক্ষার্থী নেই। তবুও তিনি সরকারি বই এনে বিক্রি করছেন এবং বিভিন্ন সরকারি প্রশিক্ষণ ও বরাদ্দ আত্মসাৎ করছেন।
এ ছাড়া এলাকাবাসীর নাম ভাঙিয়ে একটি সংস্থা থেকে ডিপ টিউবওয়েল এনে সেটির ব্যবহারও নিজ নিয়ন্ত্রণে রেখেছেন।

তার এসব প্রতারণা, অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে এলাকাবাসী এরই মধ্যে উপজেলা নির্বাহী অফিসার, শ্রীমঙ্গল থানা, উপজেলা কৃষি অফিস, বিএডিসি এবং পল্লী বিদ্যুৎ সমিতিতে লিখিত অভিযোগ দিয়েছেন।বক্তারা প্রশাসনের কাছে তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!