বগুড়ার সান্তাহার ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের ৫ ও ৬ নং ওয়ার্ড শাখার উদ্যোগে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও সদস্য সংগ্রহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে ইউনিয়নের সান্দিরা গ্রামের সরদারপাড়ায় ইউনিয়ন বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও যুবদলের যুগ্ম আহবায়ক আবুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি ও শহর বিএনপি`র সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, সান্তাহার পৌর বিএনপি`র সাবেক সভাপতি ও সাবেক মেয়র ফিরোজ মো. কামরুল হাসান, জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক লায়ন ফরিদ আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, কেন্দ্রীয় বিদ্যুৎ শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রায়হান আলী দেওয়ান, জেলা যুবদলের সদস্য শাহজালাল মাহমুদ চপল, সান্তাহার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমিন, উপজেলা মহিলা দলের সভাপতি রিনা আক্তার, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মানিক হোসেন, ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন, সাবেক ছাত্রনেতা ও ইউপি সদস্য রফিকুল ইসলাম জোয়ারদার রঞ্জু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মাহামুদুল আলম, দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক জাকিরুল ইসলাম জুয়েল, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হাসিবুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জিসান সরদার, ইউনিয়ন কৃষক দলের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা মিলন হোসেন, যুবদল নেতা সোহেল রানা প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করার জন্য আহ্বান করছি।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

