চুয়াডাঙ্গার জীবননগরে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দু’জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো— জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের মৃত রমজান আলীর ছেলে মো. তুহিন আহমেদ (২৭) এবং একই গ্রামের আব্দুল মজিদের ছেলে মো. সজিব (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা এর সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. তোরগুল হাসান সোহাগ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মঙ্গলবার রাত ১০টার সময় জীবননগর উপজেলার লক্ষীপুর ব্রিজ থেকে মো. তুহিন আহমেদ ও মো. সজিবকে গ্রেফতার করেন। পরে তাদের হেফাজত থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জীবননগর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

