রাজশাহীর গোদাগাড়ীতে সীমান্তে অভিযান চালিয়ে ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বাংলাদেশ সীমান্ত গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, ১৯ অক্টোবর ২০২৫ রবিবার রাত ১১টায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ সাহেবনগর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় একটি নিয়মিত টহল দল অভিযান পরিচালনা করে।
সীমান্ত পিলার ৪৪/২-এস হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে, গোদাগাড়ী উপজেলার আষাড়িয়াদহ ইউনিয়নের হনুমন্তনগর এলাকায় এই অভিযান সম্পন্ন হয়।
এ সময় টহল দল মালিকবিহীন অবস্থায় ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মদটির সিজার মূল্য আনুমানিক ৬৬ হাজার ১০ টাকা বলে বিজিবি জানিয়েছে।
একুশে সংবাদ/এ.জে