AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লক্ষ্মীপুরে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস পালিত


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
০৬:০৯ পিএম, ১৩ অক্টোবর, ২০২৫

লক্ষ্মীপুরে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সমন্বিত উদ্যোগ- প্রতিরোধ করি দুর্যোগ এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে ১৩ অক্টোবর (সোমবার) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র‌্যালি, আলোচনা সভা, অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সকালে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে গুরুত্বপূণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। জেলা ত্রাণ ও পুনবার্সন অধিদপ্তরের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মো: জসীম উদ্দিন। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনবার্সন কর্মকর্তা আবুল হোসেন।


অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খিসা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ষ্ট্রেশন অফিসার রনজিত কুমার, মোহাম্মদ আলী,মিরাজ হোসেন প্রমুখ।


এসময় বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী, এনজিও, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। র‌্যালি ও আলোচনা সভার পূর্বে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

একুশে সংবাদ/ সাএ

 

Link copied!