AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জীবননগরে গলায় ফাঁস ও কীটনাশক পান করে দুই যুবকের আত্মহত্যা



জীবননগরে গলায় ফাঁস ও কীটনাশক পান করে দুই যুবকের আত্মহত্যা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় আলাদা ঘটনায় গলায় ফাঁস ও কীটনাশক পান করে দুই যুবক আত্মহত্যা করেছেন। নিহতরা হলেন হাসান আলী (১৮) ও ছাব্বির হোসেন (১৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় উপজেলার হাসাদাহ গ্রামের মাঝপাড়ায় আব্দুস সালামের ছেলে হাসান আলী নিজ ঘরে বাঁশের আড়ার সঙ্গে রশি দিয়ে আত্মহত্যা করেন। হাসান পেশায় একজন ট্রাক চালক ছিলেন। কয়েক মাস আগে ট্রাকের ডালায় মাথায় আঘাত পেয়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকে তিনি খিটখিটে ও রাগী হয়ে পড়েন। পরিবারের সদস্যদের দাবি, তীব্র মাথাব্যথা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

অপরদিকে একইদিন সন্ধ্যায় বেনীপুর গ্রামের আবু তালেবের ছেলে ছাব্বির হোসেন কীটনাশক পান করে আত্মহত্যা করেন। পারিবারিক সূত্র জানায়, ছাব্বির তার মায়ের কাছে ১০০ টাকা চেয়েছিলেন। কিন্তু মা টাকা না দেওয়ায় অভিমানে বাড়িতে রাখা কীটনাশক পান করেন তিনি। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, দুটি ঘটনায় আলাদা করে অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!