বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর শহর শাখার উদ্যোগে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে পাঁচ দফা গণদাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি শহরের ডিসি গেইট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে এসে শেষ হয়।
পাঁচ দফা গণদাবির মধ্যে উল্লেখযোগ্য হলো—
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন।
২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালুর দাবি।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা।
৪. বর্তমান সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন শেরপুর-১ আসনের এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, জেলা আমির মাওলানা হাফিজ্জু রহমান, শহর আমিরসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, অবিলম্বে দাবিগুলো বাস্তবায়ন করতে হবে।
একুশে সংবাদ/এ.জে