ফরিদপুরে কুমার নদে গোসল করতে নেমে দাদি ও দুই নাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম ভাসানচর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সাগর মোল্লা জানান, বাড়ির পাশে কুমার নদে গোসল করতে নামে দুই শিশু সোয়াদ (৬) ও তৌসিফ (৭)। হঠাৎ পানিতে ডুবে যেতে থাকলে তাদের উদ্ধার করতে দাদি (৭০) নদীতে ঝাঁপ দেন। এতে তিনজনই পানিতে তলিয়ে যান।
প্রথমে নিখোঁজের বিষয়টি টের না পেলেও বিকেল সাড়ে ৫টার দিকে নদীতে দুটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে। তবে সন্ধ্যা পর্যন্ত আরও একজন নিখোঁজ ছিলেন।
ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ নিসার আলী বলেন, “পৌনে ৫টার দিকে খবর পাই যে নদীতে দুটি মরদেহ ভেসে উঠেছে। সন্ধ্যা ৬টার দিকে গিয়ে উদ্ধার করি। তবে আরও একজন নিখোঁজ থাকায় সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি। অন্ধকারের কারণে অভিযান স্থগিত করা হয়েছে।”
সোয়াদ ও তৌসিফ ভাসানচর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

