AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত



মান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপন নিশ্চিত করতে নওগাঁর মান্দা উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানভীর, মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গণি, আনসার ও ভিডিপি কর্মকর্তা হাফজা খাতুন ইলা এবং ফায়ার সার্ভিসের স্টেশন লিডার শফিউর রহমান প্রমুখ।

রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মতীন, সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য ডা. ইকরামুল বারী টিপু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদল এবং অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি আমিনুল ইসলাম ও সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন, কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, কাশোঁপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম, মান্দা সদর ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনসহ সত্যেন্দ্রনাথ প্রামাণিক ও মনোজিৎ কুমার প্রমুখ।

সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

সভা শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক ঐক্য রক্ষার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, চলতি বছরে মান্দা উপজেলায় ১১৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

 

একুশে সংবাদ/ন.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!